Bangladesh ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩ মুরাদনগরে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত ভূমিকম্প: অপরাশেন থিয়েটারে মা, জানেন না ছেলে মারা গেছে ১০০তম টেস্ট উপলক্ষে মুশফিককে সম্মাননা স্বারক উপহার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মানুষ জড়ো করে ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এটা গণতন্ত্র নয়: মির্জা ফখরুল কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট নির্বাচনের আগে গণভোটের দাবিতে কুমিল্লায় ৮ দলের বিক্ষোভ মিছিল চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

ব্রাজিলকে নেইমার-ভিনিসিয়ুসের জন্য খেলতে বললেন, রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক ::

ফুটবলে সাম্প্রতিক সময়ে কেবল হতাশাই উপহার দিচ্ছে ব্রাজিল। খুঁজে পাচ্ছে না চেনা ছন্দ। অথচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা, যে রেকর্ড এখনো টপকাতে পারেনি কেউই। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাওরা পারছে না স্বভাবসুলভ ভঙ্গিতে খেলতে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। তাই ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভক্তরা পাচ্ছেন না উচ্চাশার সাহস। তবে আগামী বিশ্বকাপে দারুণ কিছু করতে হলে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করেই দল সাজাতে হবে ব্রাজিলকে। এমনটাই বলেছেন কিংবদন্তি রোনালদো নাজারিও।

নেইমার সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। তবে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এখনো সেরা রূপে ফিরতে পারেননি তিনি। বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে। সম্প্রতি আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন তিনি। অন্যদিকে রিয়ালের জার্সিতে যতটা উজ্জ্বল ভিনিসিয়ুস, ঠিক ততটাই সাদামাটা ব্রাজিলের জার্সিতে। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে কোনো একটা উপায় খুঁজতে বললেন রোনালদো। কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিনিসিয়ুসও তাই। আমাদের দুজন অসাধারণ খেলোয়াড় আছে। শুরুটা আমাদের সেখান থেকেই করতে হবে। তাদের খেলানোর উপায় খুঁজতে হবে দলকে।’

নেইমারের নেতৃত্বগুণ সম্পর্কে ভালোই ধারণা আছে রোনালদোর। তাই ফেনোমেনোন খ্যাত সাবেক এই ফুটবলার মনে করেন, নেইমার ব্রাজিলকে সঠিক পথে নিয়ে যাওয়ার সামর্থ্য এখনো রাখেন। তিনি বলেন, ‘নেইমার তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। মাঠে তার ব্যক্তিত্ব স্পষ্ট। সে গোল করে, ঝুঁকি নেয়, চেষ্টা চালিয়ে যায় এবং শট নিতে ভয় পায় না। আশা করি, সে ভালোভাবে ফিরে আসবে। কারণ সে যদি ভালো খেলে জাতীয় দলও সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবে। নেইমারের উপস্থিতির কারণে জাতীয় দল কাঠামোগত সমস্যাগুলো অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবে।’

ভিনিসিয়ুসকে নিয়ে রোনালদো বলেন, ‘মাদ্রিদের হয়ে সে যা করছে, তা অবিশ্বাস্য। কিন্তু জাতীয় দলের হয়ে তেমনটা করতে পারছে না। তবে তা নির্ভর করছে কোচের ওপর। কেননা খেলোয়াড়দের উপযুক্ত জায়গায় খেলানোর দায়িত্বটা তাঁরই। অনেক বছর ধরে বিশ্ব ফুটবলে দাপট দেখিয়েছি আমরা। কিন্তু এখন বিনয়ী হয়ে বুঝতে হবে আমরা পিছিয়ে পড়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

ব্রাজিলকে নেইমার-ভিনিসিয়ুসের জন্য খেলতে বললেন, রোনালদো

আপডেট সময় : ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক ::

ফুটবলে সাম্প্রতিক সময়ে কেবল হতাশাই উপহার দিচ্ছে ব্রাজিল। খুঁজে পাচ্ছে না চেনা ছন্দ। অথচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা, যে রেকর্ড এখনো টপকাতে পারেনি কেউই। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাওরা পারছে না স্বভাবসুলভ ভঙ্গিতে খেলতে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। তাই ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভক্তরা পাচ্ছেন না উচ্চাশার সাহস। তবে আগামী বিশ্বকাপে দারুণ কিছু করতে হলে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করেই দল সাজাতে হবে ব্রাজিলকে। এমনটাই বলেছেন কিংবদন্তি রোনালদো নাজারিও।

নেইমার সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। তবে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এখনো সেরা রূপে ফিরতে পারেননি তিনি। বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে। সম্প্রতি আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন তিনি। অন্যদিকে রিয়ালের জার্সিতে যতটা উজ্জ্বল ভিনিসিয়ুস, ঠিক ততটাই সাদামাটা ব্রাজিলের জার্সিতে। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে কোনো একটা উপায় খুঁজতে বললেন রোনালদো। কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিনিসিয়ুসও তাই। আমাদের দুজন অসাধারণ খেলোয়াড় আছে। শুরুটা আমাদের সেখান থেকেই করতে হবে। তাদের খেলানোর উপায় খুঁজতে হবে দলকে।’

নেইমারের নেতৃত্বগুণ সম্পর্কে ভালোই ধারণা আছে রোনালদোর। তাই ফেনোমেনোন খ্যাত সাবেক এই ফুটবলার মনে করেন, নেইমার ব্রাজিলকে সঠিক পথে নিয়ে যাওয়ার সামর্থ্য এখনো রাখেন। তিনি বলেন, ‘নেইমার তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। মাঠে তার ব্যক্তিত্ব স্পষ্ট। সে গোল করে, ঝুঁকি নেয়, চেষ্টা চালিয়ে যায় এবং শট নিতে ভয় পায় না। আশা করি, সে ভালোভাবে ফিরে আসবে। কারণ সে যদি ভালো খেলে জাতীয় দলও সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবে। নেইমারের উপস্থিতির কারণে জাতীয় দল কাঠামোগত সমস্যাগুলো অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবে।’

ভিনিসিয়ুসকে নিয়ে রোনালদো বলেন, ‘মাদ্রিদের হয়ে সে যা করছে, তা অবিশ্বাস্য। কিন্তু জাতীয় দলের হয়ে তেমনটা করতে পারছে না। তবে তা নির্ভর করছে কোচের ওপর। কেননা খেলোয়াড়দের উপযুক্ত জায়গায় খেলানোর দায়িত্বটা তাঁরই। অনেক বছর ধরে বিশ্ব ফুটবলে দাপট দেখিয়েছি আমরা। কিন্তু এখন বিনয়ী হয়ে বুঝতে হবে আমরা পিছিয়ে পড়েছি।’