কুমিল্লা মুরাদনগর বাঙ্গরায় নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে শিশুর গলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৫৬৩১৫ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানারপাড় গ্রামে নিখোঁজের ছয় দিন পর আদিবা জাহান মীম (৫) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় আবু হানিফ মিয়ার মেয়ে ও দৌলতপুর মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মীম। পরদিন শনিবার শিশুটির বাবা আবু হানিফ মিয়া বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুপুরে পাশের দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের গলায় একটি সীমানা পিলার বাঁধা অবস্থায় ছিল। পরে স্বজনরা লাশটি মীমের বলে শনাক্ত করেন।
শিশুটির গলায় আঘাতের চিহ্ন থাকায় এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করে গলায় পিলার বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে লাশটি পচে যাওয়ায় বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
⸻
সাইফুল সরকার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ
০১৩৪৪৩৬৯৬০৩

















