কুমিল্লা বিভাগ ও মুরাদনগর জেলাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৫৬২৯২ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা বিভাগ গঠন, মুরাদনগরকে জেলায় উনীতকরণসহ মাট ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ মুরাদনগর সমিতি। শনিবার দুপুর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। বৃহত্তর মুরাদনগরের আর্থ-সামাজিক উনয়নে ও জনগণের জীবনযাত্রার মানউন্নয়নের
জন্য গুরুত্বপূর্ণ এসব দাবি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা মুরাদনগরবাসীর পক্ষে থেকে সরকারের কাছে তাদের সুনির্দিষ্ট দশটি দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হলো- কুমিল্লা বিভাগ দ্রত বাস্তবায়ন করা, মুরাদনগর উপজেলাকে অবিলম্বে জেলায় উন্নীত করা, মুরাদনগর উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ, বাঙ্গরাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর, দক্ষিণ মুরাদনগর নতুন থানা প্রতিষ্ঠা করা, মুরাদনগর এলাকায় একটি ইপিজেড, (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন, মুরাদনগরবাসীর জন্য ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, গোমতী নদীর দাউদকাদি পর্যন্ত শক্তিশালী বেরীবাঁধ নির্মাণ, বেরীবাঁধের দু’পাড় বনায়ন, ফুলবাগান ও সুদর্যবর্ধন, গামতীর উভয় পাড় পর্যটন কেন্দ্র স্থাপন ও নৌ -ভ্রমণ ব্যবস্থা চালু করা ইত্যাদি।
ঢাকাস্থ মুরাদনগর সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি জহিরুল ইসলাম, একএম নছার উদ্দিন ও মনিরুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক দুলাল মিয়া ভুইয়া, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রাশদ আহাম্মদ এবং সাহিত্য সম্পাদক আব্দুল আলীম।
বক্তারা মুরাদনগরক একটি আদর্শ আধুনিক জনপদ হিসব গড় তালার জন্য দাবিগুলার গুরুত্ব তুল ধরন। # #














