Bangladesh ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০তম টেস্ট উপলক্ষে মুশফিককে সম্মাননা স্বারক উপহার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মানুষ জড়ো করে ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এটা গণতন্ত্র নয়: মির্জা ফখরুল কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট নির্বাচনের আগে গণভোটের দাবিতে কুমিল্লায় ৮ দলের বিক্ষোভ মিছিল চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত জাতীয় নির্বাচনের দিনই গণভোট মুরাদনগরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও পুরস্কার বিতরণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া(২৬)কে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। মুরাদনগর ২০নং পাহাড়পুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৫৬২৬৮ বার পড়া হয়েছে

সাইফুল সরকার, কুমিল্লা | ০৮ নভেম্বর ২০২৫

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বক্তব্যে কায়কোবাদ বলেন, “সামনে জাতীয় নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশ নেবে, আরও কয়েকটি ইসলামী দলও আসবে। তবে জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে, মানুষের মন গলাতে চায়। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।”

তিনি আরও বলেন, “১৯৭৫ সালে জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনে মনোনয়ন ও দুইজনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। অথচ আজ তারাই বিএনপির প্রতি মুনাফেকি আচরণ করছে।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনবে উল্লেখ করে কায়কোবাদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।”

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন শ্রীকাইল কলেজ মাঠে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

সাইফুল সরকার, কুমিল্লা | ০৮ নভেম্বর ২০২৫

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বক্তব্যে কায়কোবাদ বলেন, “সামনে জাতীয় নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশ নেবে, আরও কয়েকটি ইসলামী দলও আসবে। তবে জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে, মানুষের মন গলাতে চায়। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।”

তিনি আরও বলেন, “১৯৭৫ সালে জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনে মনোনয়ন ও দুইজনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। অথচ আজ তারাই বিএনপির প্রতি মুনাফেকি আচরণ করছে।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনবে উল্লেখ করে কায়কোবাদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।”

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন শ্রীকাইল কলেজ মাঠে।