ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আতিকুল গাজী বয়কট করলেন এনসিপি’কে
- আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৫৬২৭১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা দিলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এখন থেকে তিনি এনসিপির কোনো কার্যক্রমে আর সম্পৃক্ত থাকবেন না। ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য………………….
ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেঁচিয়ে তাদের ভুল কাজ ও মিথ্যাগুলো ঢাকার চেষ্টা করছে।”
তিনি বলেন, “তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখেছি, বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশের নামে পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা করার কোনো সুযোগ নেই। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই নামে কেউ আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করবে—এটা কোনো মুসলিমই মেনে নিতে পারে না।”
আরজে আতিক আরও বলেন, “আল্লাহ তায়ালার রাসূল (সা.)-কে নিয়ে যখন বিরোধিতা বা অবমাননা করা হয়, তখন একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি তা কখনোই গ্রহণ করতে পারি না। তাই আজ থেকে আমি এনসিপির সব কার্যক্রম বয়কট করলাম।”
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল অবস্থান থেকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই দলের সকল কার্যক্রম আমার কাছে বয়কটই থাকবে।”



















