মুরাদনগরে ১০নং যাত্রাপুর ইউনিয়ন জিসাসের কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৫৬২৭৬ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা), ২৪ নভেম্বর ২০২৫:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর মুরাদনগর উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়ন শাখার ৩৪ সদস্যের নতুন কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে জয়নাল আবদিন সভাপতি, মামুন সিনিয়র সহ-সভাপতি এবং গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার বিকেলে ১০ নং যাত্রাপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাসের উপদেষ্টা কাজী হাবিবুর রহমান মাস্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল হাসান, মুরাদনগর উপজেলা জিসাসের সভাপতি জসীমউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন সরকার, ১০ নং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জার জামাল, নাসির উদ্দিন মিয়া, ইসলামী ওলামা দলের নেতা সৈয়দ ইসলাম, ফুলমিয়া মেম্বার, মুরাদনগর উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহিনুদ্দিন, বিপ্লব কুমার শাহ ; বাউল রাহিম সরকার ও সিরাজুল ইসলামসহ বিএনপি ও জিসাসের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে, ইনশাল্লাহ।
নেতৃবৃন্দ আরও বলেন, নতুন কমিটি কার্যকরভাবে কাজ করে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ মনোভাব সৃষ্টি করবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


















