আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫৬২৬২ বার পড়া হয়েছে
আখাউড়া উপজেলায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী মো. রাব্বি মিয়া (২৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কোড্ডা বাইপাস এলাকার পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুল মিয়া আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মো. দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সহযোগী রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ওসি ছমিউদ্দিন জানান, জব্দ করা গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।









