মুরাদনগরের হিন্দু বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড—চারটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই -আব্দুর রহিম ভূঁইয়ার ৫০ হাজার টাকা অনুদান।
- আপডেট সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৬২৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৩০ নভেম্বর ২০২৫, রবিবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
এ ঘটনায় পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মুরাদনগরের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠান মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি দুর্গত পরিবারগুলোকে শুকনো খাবারও প্রদান করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা—এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্দশা কাটাতে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
দুর্ঘটনার পর মুরাদনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় জনগণ মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।









