Bangladesh ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এডঃ রফিকুল আলম চৌধুরী ছেলে,মূল আসামি শুভ’কে সিআইডি গ্রেপ্তার করেছে বিমানবন্দর থেকে।

অনলাইন নিউজ:

প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

এর আগে রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জসীম উদ্দিন খান বলেন, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাউফুন আলম চৌধুরী ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ হিসেবে নেন এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন।

এরপর টাকাগুলো ফেরত না দিয়ে দুবাই পালিয়ে যান তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।

 

আরটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এডঃ রফিকুল আলম চৌধুরী ছেলে,মূল আসামি শুভ’কে সিআইডি গ্রেপ্তার করেছে বিমানবন্দর থেকে।

অনলাইন নিউজ:

প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

এর আগে রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জসীম উদ্দিন খান বলেন, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাউফুন আলম চৌধুরী ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ হিসেবে নেন এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন।

এরপর টাকাগুলো ফেরত না দিয়ে দুবাই পালিয়ে যান তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।

 

আরটিভি