বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি কায়কোবাদ-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫৪ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার মুছাফির রেস্টুরেন্টে উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ,
এবং সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা জিসাস-এর আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, মির্জা মাহমুদুল ইসলাম, উপজেলা জিসাস-এর সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সরকার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আব্দুর রহিম এবং সদস্য মোঃ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র দ্রুত আরোগ্য কামনা করেন এবং তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের জন্য বিশেষ দোয়া করেন।