কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ৫নং পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ এলাকায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আয়োজন।

- আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫১ বার পড়া হয়েছে
জিয়া সাংস্কৃতিক সংগঠন মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম সরকার-এর দাওয়াতে সাড়া দিয়ে পূজা পরিদর্শনে আসেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জয়নাল মোল্লা,
প্রধান মেহমান ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির,
সদস্য বিল্লাল হোসেন টিপু, মোঃ শফিক ও বায়জিদ খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান সাগর ও মনির সরকার প্রমুখ।
প্রবাস থেকে মুঠোফোনে যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম সরকার বলেন—
“মুরাদনগর উপজেলার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করছে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা কালীপূজা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন করতে পারেন। সকল নেতাকর্মী সার্বক্ষণিকভাবে পাহারায় রয়েছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”
এদিকে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান—
“কালীপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।”