Bangladesh ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা জারি আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবন থেকে নারী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মায়ের লাশ মুরাদনগরে ২২ নং টনকি ইউনিয়ন জিসাসের কমিটি ঘোষণা মুরাদনগরে ১০নং যাত্রাপুর ইউনিয়ন জিসাসের কমিটি ঘোষণা বালু উত্তোলন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩ মুরাদনগরে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত ভূমিকম্প: অপরাশেন থিয়েটারে মা, জানেন না ছেলে মারা গেছে

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবন থেকে নারী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ১৫৬২৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের একটি পুরোনো ও পরিত্যক্ত কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেন। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম মর্জিনা বেগম (৪৫)। তিনি পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং স্থানীয় সড়কবাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, তাঁর গলায় পড়নের কাপড় জড়ানো ছিল। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা— সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

হঠাৎ ব্যস্ত পৌরসভা চত্বরে এমন ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও আলোচনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে আমরা কাজ করছি এবং সকল দিক তদন্তে রাখা হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে থানা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবন থেকে নারী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের একটি পুরোনো ও পরিত্যক্ত কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেন। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম মর্জিনা বেগম (৪৫)। তিনি পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং স্থানীয় সড়কবাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, তাঁর গলায় পড়নের কাপড় জড়ানো ছিল। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা— সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

হঠাৎ ব্যস্ত পৌরসভা চত্বরে এমন ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও আলোচনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে আমরা কাজ করছি এবং সকল দিক তদন্তে রাখা হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে থানা প্রশাসন।