Bangladesh ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিভাগ ও মুরাদনগর জেলাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলে নতুন নেতৃত্বে মোঃ রেদোয়ান আহমেদ কুমিল্লা মুরাদনগর বাঙ্গরায় নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে শিশুর গলিত লাশ উদ্ধার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মুরাদনগরের কৃতিসন্তান হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল। মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষের বিএনপিতে যোগদান মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল যতদিন শাপলা না মিলছে ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ৫নং পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ এলাকায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আয়োজন। বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসমাবেশ নির্বাচনে কোনো চাপের কাছে নত স্বীকার না করার নির্দেশ সিইসির

মালয়েশিয়ায় সবজি ক্ষেত থেকে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি সবজি ক্ষেতে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।
মোহাম্মদ আবদুল কাদের
১ মিনিটে পড়ুন

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায়।

প্রায় পাঁচ হেক্টর জমির ওপর বিস্তৃত ক্ষেতটি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে ৭০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ৬৫ জনকে আটক করা হয়। তাদের সবাই নির্মাণ খাতের অস্থায়ী কাজের মেয়াদ উত্তীর্ণ পারমিট ব্যবহার করে কাজ করছিলেন।

আটক হওয়াদের মধ্যে ৪২ জন বাংলাদেশি। এছাড়া ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশীয়, দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ধারা ১৫ (১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ধারা ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরও জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।