Bangladesh ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে সম্পত্তির লোভে আপন ভাতিজিকে হত্যার চেষ্টা *মুরাদনগর জায়গা সংক্রান্ত বিরোধে নারী গুরুতর আহত, সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সহায়তার আশ্বাস* হাসিনার ডাস্টবিন দেখে শাওনের মায়াকান্না, অভ্যুত্থান নিয়ে হরহামেশা কটাক্ষ ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, খরচও অনেক কম সাত মাসে রপ্তানি আয় ২ হাজার ৮৯৬ কোটি ডলার ছাড়াল টিউলিপের ১০ বছর জেল হতে পারে! অশ্রুশিক্ত চোখে প্রত্যাবর্তনের গল্প লিখলেন নেইমার মঘাদিয়ায় কৃষক দলের সমাবেশ লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়.. কায়কোবাদ

মালয়েশিয়ায় সবজি ক্ষেত থেকে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি সবজি ক্ষেতে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।
মোহাম্মদ আবদুল কাদের
১ মিনিটে পড়ুন

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায়।

প্রায় পাঁচ হেক্টর জমির ওপর বিস্তৃত ক্ষেতটি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে ৭০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ৬৫ জনকে আটক করা হয়। তাদের সবাই নির্মাণ খাতের অস্থায়ী কাজের মেয়াদ উত্তীর্ণ পারমিট ব্যবহার করে কাজ করছিলেন।

আটক হওয়াদের মধ্যে ৪২ জন বাংলাদেশি। এছাড়া ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশীয়, দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ধারা ১৫ (১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ধারা ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরও জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।