Bangladesh ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩ মুরাদনগরে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত ভূমিকম্প: অপরাশেন থিয়েটারে মা, জানেন না ছেলে মারা গেছে ১০০তম টেস্ট উপলক্ষে মুশফিককে সম্মাননা স্বারক উপহার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মানুষ জড়ো করে ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এটা গণতন্ত্র নয়: মির্জা ফখরুল কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট নির্বাচনের আগে গণভোটের দাবিতে কুমিল্লায় ৮ দলের বিক্ষোভ মিছিল চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

মালয়েশিয়ায় সবজি ক্ষেত থেকে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি সবজি ক্ষেতে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।
মোহাম্মদ আবদুল কাদের
১ মিনিটে পড়ুন

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায়।

প্রায় পাঁচ হেক্টর জমির ওপর বিস্তৃত ক্ষেতটি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে ৭০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ৬৫ জনকে আটক করা হয়। তাদের সবাই নির্মাণ খাতের অস্থায়ী কাজের মেয়াদ উত্তীর্ণ পারমিট ব্যবহার করে কাজ করছিলেন।

আটক হওয়াদের মধ্যে ৪২ জন বাংলাদেশি। এছাড়া ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশীয়, দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ধারা ১৫ (১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ধারা ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরও জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।