Bangladesh ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত ভাঙ্গরা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি কোরআন খতম ও দোয়া মাহফিল আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর: ইসি আনোয়ারুল এভারকেয়ারের পাশে ওঠা-নামা করবে দুই হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বাঙ্গরা বাজার থানার দিঘীর পাড় বাজারে ব্যানার ছেঁড়ার ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়া আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে! মুরাদনগরের হিন্দু বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড—চারটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই -আব্দুর রহিম ভূঁইয়ার ৫০ হাজার টাকা অনুদান। মুরাদনগরে কওমী উলামা পরিষদের উদ্যোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন অপপ্রচার কারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’: ভিপি সাদিক কায়েম

মালয়েশিয়ায় সবজি ক্ষেত থেকে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি সবজি ক্ষেতে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।
মোহাম্মদ আবদুল কাদের
১ মিনিটে পড়ুন

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায়।

প্রায় পাঁচ হেক্টর জমির ওপর বিস্তৃত ক্ষেতটি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে ৭০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ৬৫ জনকে আটক করা হয়। তাদের সবাই নির্মাণ খাতের অস্থায়ী কাজের মেয়াদ উত্তীর্ণ পারমিট ব্যবহার করে কাজ করছিলেন।

আটক হওয়াদের মধ্যে ৪২ জন বাংলাদেশি। এছাড়া ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশীয়, দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ধারা ১৫ (১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ধারা ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরও জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।