*মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা গণ অধিকার পরিষদে সদস্য সংগ্রহে লিফলেট বিতরণ কার্যক্রম*
- আপডেট সময় : ০৪:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
*মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা গণ অধিকার পরিষদে সদস্য সংগ্রহে লিফলেট বিতরণ কার্যক্রম*
*মুরাদনগর, ২০২৫:*
গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠন মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা এলাকায় সদস্য সংগ্রহের লক্ষ্যে এক বিশেষ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দেশব্যাপী বৈষম্যহীন এবং ন্যায্য বাংলাদেশ গঠনের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায়।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করে, যার মাধ্যমে জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি *গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য* ও *নীতিমালা* সম্পর্কে জানানো হচ্ছে।
এ উপলক্ষে, *গণ অধিকার পরিষদ* এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, সুশাসিত এবং ন্যায়পরায়ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছানোর এবং তাদের অধিকার আদায়ে সহায়তা করার জন্য প্রস্তুত।”
*এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায়:*
– *গণ অধিকার পরিষদ*
– *অঙ্গ সংগঠনসমূহ*
– *স্থানীয় সদস্যরা*
সংগঠনের নেতারা জানান, “এই লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন, এবং তারা জানবেন যে, গণ অধিকার পরিষদ তাদের জন্য কাজ করছে।”