মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৬ নং পূর্ব বাংগরা সদর ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

- আপডেট সময় : ০৫:১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
*মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৬ নং পূর্ব বাংগরা সদর ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি*
*মুরাদনগর, কুমিল্লা, ২০২৫:*
মহান *একুশে ফেব্রুয়ারি*, *আন্তর্জাতিক মাতৃভাষা দিবস* উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে *৬ নং পূর্ব বাংগরা সদর ইউনিয়ন ছাত্রদল*। শহীদদের স্মরণে *মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, মজলুম জননেতা, সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাইয়ের* পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
– *এস এম মামুন*, সদস্য, আহবায়ক কমিটি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল
– *মোঃ রহমত উল্লাহ*, সদস্য, আহবায়ক কমিটি, মুরাদনগর উপজেলা ছাত্রদল
– *মোঃ সাইফুল*, মোঃ আশিকুল ইসলাম সিদ্দিকী, মোঃ নিয়ামুল, মোঃ ইমরান সরকার, মোঃ নূর সালাম, মোঃ আবদুল্লাহ, এবং আরও অনেকে।
এ সময় ছাত্রদল নেতারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের মাতৃভাষা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনঃপ্রকাশ করেন।
এ অনুষ্ঠানটির মাধ্যমে একুশের চেতনা ও ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছানোর জন্য ছাত্রদল তাদের ঐতিহ্য ধরে রেখেছে।
*৬ নং পূর্ব বাংগরা সদর ইউনিয়ন ছাত্রদল*
#ভাষা_দিবস #শহীদদের_প্রতি_শ্রদ্ধা #মাতৃভাষা #বাংলাদেশ #ছাত্রদল #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস