বাঙ্গরায় নিখোঁজের ছয় দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
																
								
							
                                - আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 - / ১৫৬২৪৬ বার পড়া হয়েছে
 
বাঙ্গরায় নিখোঁজের ছয় দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানারপাড় গ্রামে নিখোঁজের ছয় দিন পর আদিবা জাহান মীম (৫) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে স্থানীয় আবু হানিফ মিয়ার মেয়ে এবং দৌলতপুর মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মীম।
পরদিন শনিবার শিশুটির বাবা আবু হানিফ মিয়া বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুপুরে পাশের দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লাশের গলায় একটি সীমানা পিলার বাঁধা অবস্থায় ছিল। পরে স্বজনরা মরদেহটি মীমের বলে শনাক্ত করেন।
শিশুটির গলায় আঘাতের চিহ্ন থাকায় এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করে গলায় পিলার বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
তবে লাশটি পচে যাওয়ায় বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন,
“লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর থেকেই এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে।
রবিবার (৩ নভেম্বর) সকালে সীমানারপাড় বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন,
“একটি নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
আমরা সরকারের কাছে দাবি জানাই—অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তারা আরও হুঁশিয়ারি দেন,
“২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে।”
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাইফুল সরকার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
 ০১৩৪৪৩৬৯৬০৩
																			
																		
										








