আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মুরাদনগরের কৃতিসন্তান হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল।
- আপডেট সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৬২ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকুট ইউনিয়নের ডালপা গ্রামের কৃতিসন্তান হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী এবং মুরাদনগরের কৃতিসন্তান হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন। তিনি ২০১৯ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এবং ২০১৪ সালে এনটিভির পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেন।
অর্জন: তিনি বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, যার মধ্যে ২০১৯ সালের জর্ডানের আন্তর্জাতিক প্রতিযোগিতা অন্যতম।
শিক্ষা ও প্রশিক্ষণ: তিনি ২০১৪ সালে এনটিভি আয়োজিত ‘পি এইচ পি কুরআনের আলো’ প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন।
অন্যান্য পুরস্কার: ২০১৭ সালে কুয়েত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং বাহরাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও তিনি সাফল্য অর্জন করেন।।
️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।















