মুরাদনগরে কাজী কায়কোবাদের সঙ্গে “জনতার খোশগল্প” অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৪৫ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে “জনতার খোশগল্প” শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠান।
১৪ অক্টোবর বিকাল ৩টায় উপজেলার ১৪নং নবীপুর (পূর্ব) ইউনিয়নের গকুলনগর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এ আয়োজনটি জনতার মিলনমেলায় পরিণত হয়।
জনতার সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মুরাদনগরের মানুষই আমার শক্তি, আর জনগণের সেবা ও উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য।”
অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন অঞ্জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, এবং উপজেলা আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর আহবায়ক মোঃ জসিম উদ্দিন।
আরও বক্তব্য রাখেন জিসাস সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ওলামা দলের প্রস্তাবিত আহবায়ক মাওলানা মহিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল হাসান, যুগ্ম আহবায়ক মীর জাহিদ হাসান সম্রাট, জিসাসের যুগ্ম আহবায়ক হাজি আলী হোসেন, সাবেক মেম্বার রৌশন আলী, শাহাদাত ও কবির মোল্লা মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৪নং নবীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ।
ভিডিও কলে যুক্ত হয়ে কাজী কায়কোবাদ এলাকার উন্নয়ন, গণমানুষের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তাঁর সঙ্গে সরাসরি সংযোগে উচ্ছ্বসিত হয় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুরো মাঠজুড়ে কায়কোবাদের নামে স্লোগান ও ভালোবাসার ঢল বইতে থাকে।