মুরাদনগরে ৪০ জন গ্রাম পুলিশকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫৪ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।গতকাল, ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ১১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। গ্রামীণ জনপদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সে ২২টি ইউনিয়নের ৪০ জন নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ অংশ নিচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর গ্রন্থাগারিক মো: মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এবং মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এনআইএলজি’র এই মাসব্যাপী প্রশিক্ষণ তাদের দায়িত্ববোধ, আইনি জ্ঞান এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও বেশি দক্ষ করে তুলবে, যা গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।