মুরাদনগর উপজেলায় শ্রেষ্ঠ ৪ গুণী শিক্ষক নির্বাচিত

- আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫৩ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলায় শ্রেষ্ঠ ৪ গুণী শিক্ষক নির্বাচিত
সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে চারজন শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চার গুণী শিক্ষক হলেন—
মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ মোশারফ, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম এবং বড়পুকুরিয়া (মাজুর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান।
সোমবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে কলেজ পর্যায়ে (কলেজ সাধারণ-১) মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, মাধ্যমিক পর্যায়ে (মাধ্যমিক সাধারণ-১) আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ মোশারফ, মাদ্রাসা পর্যায়ে (মাদ্রাসা সাধারণ-১) কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম এবং মাদ্রাসা পর্যায়ে (প্রাথমিক, মাদ্রাসা-১) বড়পুকুরিয়া (মাজুর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষকরা বলেন, “যে কোনো কাজের স্বীকৃতি পেলে সেই কাজের প্রতি অনুপ্রেরণা আরও বেড়ে যায়। এই স্বীকৃতি আমাদের আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।”
তারা আরও বলেন, দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন,
“আমরা শিক্ষকদের অনুপ্রাণিত করার জন্যই এই আয়োজন করি, যাতে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ে। মুরাদনগরের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”