মুরাদনগরে সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা মাসুক আহ্বায়ক ও গিয়াস উদ্দিন সদস্য সচিব

- আপডেট সময় : ১২:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫৫ বার পড়া হয়েছে
মুরাদনগরে সেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
মাসুক আহ্বায়ক ও গিয়াস উদ্দিন সদস্য সচিব
মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা ৩১সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছেন।
ঘোষিত কমিটিতে মাসুক আহমেদ পাখিকে দাঁড়া দাঁড়া আহ্বায়ক ও গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ইউনুছ নজিরকে মনোনীত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জসিম উদ্দিন, অভিদ মিয়া, গোলাম মনির, মোঃ মাহবুব,
মাহবুব আলম চৌধুরী, মো: রাজিব, সাইফুল ইসলাম, জীবন মিয়া, কামাল হাসান, আবুল বাসার, জালাল হোসেন, খায়রুল ইসলাম।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাবুল মিয়া, অজিৎ নাট্ট, গিয়াস উদ্দিন, দুলাল মিয়া, সোহেল মিয়া, শাহজালাল, সামছুল হক, মো: জাকির, ইউনুস মিয়া, হারুন মিয়া, জসিম উদ্দিন, হাসান, হেলন মিয়া, গিয়াস উদ্দিন ও মোঃ বাতেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে মুরাদনগরের ২২টি ইউনিয়নে কমিটি করার কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাঙ্গরা পূর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য ইউনিয়নেও কমিটি ঘোষণা করার কার্যক্রম চলছে।