ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে বিএনপি নেতা কায়কোবাদ

- আপডেট সময় : ০২:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৭১ বার পড়া হয়েছে
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে বিএনপি নেতা কায়কোবাদ
চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান, দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক মন্ত্রী
ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামি নেতা মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কায়কোবাদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম-ওলামারা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ কায়কোবাদ সাহেব মানবিক সহায়তা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছেন।”
এর আগে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী, আতিকুর রহমান রুমন ও মোকছেদুল মমিন মিথুনের নেতৃত্বে ফারুকীর হাতে নগদ সহায়তা প্রদান করা হয়।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মাওলানা ফারুকীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয় এবং দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের ফলে তার শরীরে ক্যান্সার বাসা বাঁধে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে আগামী অক্টোবরের শুরুতে তাকে চীনের গুয়াংজু হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি নেতা কায়কোবাদ দেশবাসীর কাছে মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।