তা’লীমে হিযবুল্লাহ’র উদ্যোগে কুমিল্লা টাউন হলে ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৫৯ বার পড়া হয়েছে
সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে উদ্যোগে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে গতকাল পবিত্র ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ আমির ও সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল রহমান।
মাহফিলের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলার সাংস্কৃতিক সম্পাদক মো. আ. কাইয়ুম এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।
স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. জি. এম. আবু বকর সিদ্দিক।
মাহফিলে কোরআন ও হাদীস থেকে মূল্যবান আলোচনা পেশ করেন ইসলামি যুব কাফেলার সাংগঠনিক সম্পাদক মাও. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. মাহদী হাসান,ইসলামি ছাত্র কাফেলার সভাপতি
মাও. আবু জার মোহাম্মদ শামছুদ্দোহা,সাধারণ সম্পাদক
মাও. কামরুল হাসান,যুব কাফেলার সাংগঠনিক সম্পাদক
মো: সফিকুল ইসলাম ভূইয়া।
শিদলাই দরবার শরীফের পীর সাহেব মাও. রুহুল আমিন।
বাদ মাগরিব তা’লিম প্রদান করেন মাও. আবু বকর সিদ্দিক রহমানি। সাংগঠনিক আলোচনা ও কমিটি ঘোষণা করেন মাও. ছফিউল্লাহ মাহমুদী।
মাহফিলের মূল নসিহত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. সাইদুল ইসলাম ও মাও. কামরুল হাসান।