সংবাদ শিরোনাম ::
বাঙ্গরা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১৫৬২৪৮ বার পড়া হয়েছে
বাঙ্গরা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।
রোমাঞ্চকর এ খেলায় লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় লাল দল ১–০ গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউছার সরকার, সাইফুল আলম মুন্সী এবং দেশ আমার 24–এর সাংবাদিক সাইফুল সরকার প্রমুখ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন সুমন সরকার।
স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।