Bangladesh ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গরা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি কোরআন খতম ও দোয়া মাহফিল আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর: ইসি আনোয়ারুল এভারকেয়ারের পাশে ওঠা-নামা করবে দুই হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বাঙ্গরা বাজার থানার দিঘীর পাড় বাজারে ব্যানার ছেঁড়ার ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বেগম খালেদা জিয়া আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে! মুরাদনগরের হিন্দু বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড—চারটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই -আব্দুর রহিম ভূঁইয়ার ৫০ হাজার টাকা অনুদান। মুরাদনগরে কওমী উলামা পরিষদের উদ্যোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন অপপ্রচার কারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’: ভিপি সাদিক কায়েম কুমিল্লার ২ সাংবাদিকের দীর্ঘ ৫ বছরের অবর্ণনীয় হয়রানির অবসান

হাসিনার ডাস্টবিন দেখে শাওনের মায়াকান্না, অভ্যুত্থান নিয়ে হরহামেশা কটাক্ষ

সুমন আরমান
  • আপডেট সময় : ০৩:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৬৩৯৩ বার পড়া হয়েছে
           পুরোনো ছবি

দেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে আওয়ামীলীগ যতটা দায়ী ততটাই দায়ী যারা আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে। আর এই যাত্রায় দেশের তথাকথিত শিল্পীরা অন্যতম ভূমিকা পালন করেছে। তাই গণহত্যার দায় কেবল ফ্যাসিবাদী দলটিরই নয় বরং এইসব শিল্পীদেরও বর্তায়। হাসিনার পতনে একদিকে যেমন প্রতিবেশী দেশটি পায়ে পা দিয়ে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে পাশাপাশি খুনির দোসরেরাও রীতিমতো হতবাক। এমনকি অনেকে তো মেনেই নিতে পারছে না স্বৈরাচারমুক্ত দেশ।

দেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে আওয়ামীলীগ যতটা দায়ী ততটাই দায়ী যারা আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে। আর এই যাত্রায় দেশের তথাকথিত শিল্পীরা অন্যতম ভূমিকা পালন করেছে। তাই গণহত্যার দায় কেবল ফ্যাসিবাদী দলটিরই নয় বরং এইসব শিল্পীদেরও বর্তায়। হাসিনার পতনে একদিকে যেমন প্রতিবেশী দেশটি পায়ে পা দিয়ে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে পাশাপাশি খুনির দোসরেরাও রীতিমতো হতবাক। এমনকি অনেকে তো মেনেই নিতে পারছে না স্বৈরাচারমুক্ত দেশ।

এদিকে কান্না যেন থামছেই না জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের। প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন স্বাধীনতাকে কটাক্ষ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। আয়নাঘরের জননীর দেশ ছেড়ে পালানোর ঘটনায় নিজেকে সামলাতে পারছেন না শাওন। তাই তো সামান্য কোন ইস্যুতেই ফ্যাসিস্টদের জন্য উঠলে ওঠে অভিনেত্রীর মন।

সম্প্রতি শুরু হয়েছে আন্তর্জাতিক একুশে বইমেলা। সেখানে ডাস্টবিনের উপরে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনাকে ঘৃণা সম্বলিত ছবি। আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েছেন শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী হাসিনার সেই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করেন।

 

সেই পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন।দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন।
কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন।
হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন!’
এমনকি শাওন আরও লেখেন, ‘ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…’

 

এছাড়াও নারী ফুটবল দলের সংবাদ সম্মেলনকে নিয়ে শাওন বলেন, ‘নারী আবার ফুটবলার কিসের!
নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে… স্বামীর মনোরঞ্জন করবে।
এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলবো না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০ এর সুশীল নাগরিক।

 

অভিনেত্রীর এমন পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। জান্নাতুল ফেরদৌস নামে একজন লিখেছেন, ‘হুমায়ুন আহমেদ থাকলে অবশ্যই বইমেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ময়লা পেলে এই ডাস্টবিনে ফেলতেন। তিনি জানেন, বন্যেরা বনে সুন্দর আর আবর্জনা ডাস্টবিনে।’ আরেকজন লিখেছেন, ‘ আওয়ামী বি টিম’ সজীব নামে একজন লিখেছেন, ‘ আহারে খালামনির খুব জ্বলে’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

হাসিনার ডাস্টবিন দেখে শাওনের মায়াকান্না, অভ্যুত্থান নিয়ে হরহামেশা কটাক্ষ

আপডেট সময় : ০৩:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
           পুরোনো ছবি

দেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে আওয়ামীলীগ যতটা দায়ী ততটাই দায়ী যারা আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে। আর এই যাত্রায় দেশের তথাকথিত শিল্পীরা অন্যতম ভূমিকা পালন করেছে। তাই গণহত্যার দায় কেবল ফ্যাসিবাদী দলটিরই নয় বরং এইসব শিল্পীদেরও বর্তায়। হাসিনার পতনে একদিকে যেমন প্রতিবেশী দেশটি পায়ে পা দিয়ে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে পাশাপাশি খুনির দোসরেরাও রীতিমতো হতবাক। এমনকি অনেকে তো মেনেই নিতে পারছে না স্বৈরাচারমুক্ত দেশ।

দেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে আওয়ামীলীগ যতটা দায়ী ততটাই দায়ী যারা আওয়ামীলীগকে ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে। আর এই যাত্রায় দেশের তথাকথিত শিল্পীরা অন্যতম ভূমিকা পালন করেছে। তাই গণহত্যার দায় কেবল ফ্যাসিবাদী দলটিরই নয় বরং এইসব শিল্পীদেরও বর্তায়। হাসিনার পতনে একদিকে যেমন প্রতিবেশী দেশটি পায়ে পা দিয়ে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে পাশাপাশি খুনির দোসরেরাও রীতিমতো হতবাক। এমনকি অনেকে তো মেনেই নিতে পারছে না স্বৈরাচারমুক্ত দেশ।

এদিকে কান্না যেন থামছেই না জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের। প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন স্বাধীনতাকে কটাক্ষ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। আয়নাঘরের জননীর দেশ ছেড়ে পালানোর ঘটনায় নিজেকে সামলাতে পারছেন না শাওন। তাই তো সামান্য কোন ইস্যুতেই ফ্যাসিস্টদের জন্য উঠলে ওঠে অভিনেত্রীর মন।

সম্প্রতি শুরু হয়েছে আন্তর্জাতিক একুশে বইমেলা। সেখানে ডাস্টবিনের উপরে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনাকে ঘৃণা সম্বলিত ছবি। আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েছেন শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী হাসিনার সেই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করেন।

 

সেই পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন।দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন।
কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন।
হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন!’
এমনকি শাওন আরও লেখেন, ‘ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…’

 

এছাড়াও নারী ফুটবল দলের সংবাদ সম্মেলনকে নিয়ে শাওন বলেন, ‘নারী আবার ফুটবলার কিসের!
নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে… স্বামীর মনোরঞ্জন করবে।
এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলবো না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০ এর সুশীল নাগরিক।

 

অভিনেত্রীর এমন পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। জান্নাতুল ফেরদৌস নামে একজন লিখেছেন, ‘হুমায়ুন আহমেদ থাকলে অবশ্যই বইমেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ময়লা পেলে এই ডাস্টবিনে ফেলতেন। তিনি জানেন, বন্যেরা বনে সুন্দর আর আবর্জনা ডাস্টবিনে।’ আরেকজন লিখেছেন, ‘ আওয়ামী বি টিম’ সজীব নামে একজন লিখেছেন, ‘ আহারে খালামনির খুব জ্বলে’।