যান চলাচল স্বাভাবিক রাখায় মুরাদনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে যানবাহন শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

- আপডেট সময় : ০৩:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
মুরাদনগর, কুমিল্লা, ২০২৫:*
মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা *আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা ভাইয়ের* নির্দেশনায় *মুরাদনগর উপজেলা ছাত্রদল* স্বতঃস্ফূর্তভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনগণের স্বার্থে যানবাহন শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছে।
পতিত স্বৈরাচারের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের গণতন্ত্র বিরোধী অবৈধ কর্মসূচি উপেক্ষা করে, মুরাদনগর উপজেলা ছাত্রদল তাদের মানবিক উদ্যোগে যানবাহন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের শারীরিক কষ্ট লাঘব করতে বিশুদ্ধ পানি বিতরণ করে। এ উদ্যোগের মাধ্যমে ছাত্রদল জনগণের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন *আহবায়ক খাইরুল হাসান*, *যুগ্ম আহবায়ক মীর জাহিদ হাসান সম্রাট*, *আবুল কালাম আজাদ*, *ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (কলেজ)*, *মো. ইয়াসিন আহবায়ক (চাপিতলা)*, *ফরিদ উদ্দিন (ডিগ্রি কলেজ)*, এবং *মাহমুদুল হাসান (ঢাকা পলিটেকনিক্যাল ছাত্রদল)* সহ আরও অনেক নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য যে, ছাত্রদলের এই উদ্যোগ রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবে আখ্যায়িত হচ্ছে এবং এটি এলাকার জনগণের কাছে ব্যাপক সাড়া পেয়েছে।