সংবাদ শিরোনাম ::
শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সেনা সদস্য নিখোঁজ

SAYFUL SARKER
- আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৬২৫৫ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের পুস্করিণীরপাড় গ্রামের সেনা সদস্য সরকার মোহাম্মদ হাবিবুল্লাহ (৩০) নিখোঁজ হয়েছেন। তিনি মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্বশুরবাড়ি নগরপাড় থেকে ছুটি শেষে কর্মস্থল সিলেট ক্যান্টনমেন্টে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে তিনি আর পৌঁছাননি। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সেনা সদস্যের স্বজনরা জানান, তার ব্যবহৃত মোবাইল ফোন সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সক্রিয় ছিল। এক ব্যক্তি সেই ফোন রিসিভ করে মোবাইলটি নিতে আসার কথা জানালেও পরে ফোনটি বন্ধ করে দেন।
এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।