মুরাদনগর ২০নং পাহাড়পুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৫৬২৬৬ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা):
মুরাদনগর উপজেলার ২০নং পাহাড়পুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ভিটি পাঁচপুকুরিয়া গ্রামে আয়োজিত এ বৈঠকের আয়োজন করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা ও পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমেরিকা প্রবাসী মোঃ বাবুল সরকার।
বৈঠকের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল চৌধুরী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন
কামাল উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
আব্দুল আজিজ মোল্লা, যুগ্ম আহবায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
কাজী তাহমিনা আক্তার, সভাপতি, মুরাদনগর উপজেলা মহিলা দল
বাবুল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক, ২০নং পাহাড়পুর ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন:
সাজ্জাদ হোসাইন সজিব, সহ-সাধারণ সম্পাদক, জাপান বিএনপি;
মাহমুদুল হাসান মাহাবুব, সাবেক যুগ্ম আহবায়ক, মুরাদনগর উপজেলা ছাত্রদল;
জনাব সফিল্লাহ সরকার, আহবায়ক, ২০নং পাহাড়পুর ইউনিয়ন যুবদল;
মুজাফফর আহমাদ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক, ২০নং পাহাড়পুর ইউনিয়ন যুবদল;
সোহেল সিকদার, যুগ্ম আহবায়ক, মুরাদনগর উপজেলা ছাত্রদল;
আমিনুল আরমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন মোহাম্মদ শামসুল আলম তোফায়েল শিকদার, সভাপতি, ২০নং পাহাড়পুর ইউনিয়ন বিএনপি।









