Bangladesh ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনের আগে গণভোটের দাবিতে কুমিল্লায় ৮ দলের বিক্ষোভ মিছিল চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত জাতীয় নির্বাচনের দিনই গণভোট মুরাদনগরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও পুরস্কার বিতরণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া(২৬)কে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। মুরাদনগর ২০নং পাহাড়পুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা, ৬ জন গ্রেফতার কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভায় নেতাকর্মীদের ঢল মুরাদনগরে চার বছরের শিশু ধর্ষণের আসামি বাবু গ্রেপ্তার I ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়ির পাশে এ নির্মম ঘটনাটি ঘটে।

চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ

সুমন আরমান
  • আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৫৬২৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছেন জেলা সিভিল সার্জন। এছাড়া অন্য ৪টি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন করার নির্দেশনা দেয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রতি এসব নোটিশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিভিন্ন অনিয়মের দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা ৪টি প্রতিষ্ঠান হলো- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজ হাসপাতাল, ইনসাফ কমিউনিটি হাসপাতাল (নিউ চান্দিনা মেডিকেল সেন্টার), নতুন উদ্বোধন হওয়া চান্দিনা ইবনে সিনা হসপিটাল এবং মাধাইয়া বাজারের নোভা ডায়াগনস্টিক সেন্টার। ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মাধাইয়া বাজার মীম হসপিটাল, মাধাইয়া জেনারেল হাসপাতাল, মাধাইয়া বাজার পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং চান্দিনার আল-শিফা মেডিকেল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার।
স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের এবং ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, মূল্য তালিকা বাংলায় লেখা, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা না থাকা, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি, এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলে নোটিশে উল্লেখ করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
তিনি বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ: আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ

আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছেন জেলা সিভিল সার্জন। এছাড়া অন্য ৪টি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন করার নির্দেশনা দেয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রতি এসব নোটিশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিভিন্ন অনিয়মের দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা ৪টি প্রতিষ্ঠান হলো- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজ হাসপাতাল, ইনসাফ কমিউনিটি হাসপাতাল (নিউ চান্দিনা মেডিকেল সেন্টার), নতুন উদ্বোধন হওয়া চান্দিনা ইবনে সিনা হসপিটাল এবং মাধাইয়া বাজারের নোভা ডায়াগনস্টিক সেন্টার। ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মাধাইয়া বাজার মীম হসপিটাল, মাধাইয়া জেনারেল হাসপাতাল, মাধাইয়া বাজার পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং চান্দিনার আল-শিফা মেডিকেল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার।
স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের এবং ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, মূল্য তালিকা বাংলায় লেখা, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা না থাকা, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি, এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলে নোটিশে উল্লেখ করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
তিনি বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।”