Bangladesh ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষের বিএনপিতে যোগদান মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল যতদিন শাপলা না মিলছে ততদিন আন্দোলন, বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ৫নং পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ এলাকায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আয়োজন। বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার দাবিতে জনসমাবেশ নির্বাচনে কোনো চাপের কাছে নত স্বীকার না করার নির্দেশ সিইসির সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে খাছ মাহফিলের পঞ্চম দিনের “খাছ খানা” সমাপ্তি বাঙ্গরা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সরকারের নতুন বিবৃতি আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঙ্গরা থানা অফিসের শুভ উদ্বোধন

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই : প্রেসসচিব

সুমন আরমান
  • আপডেট সময় : ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৫৬৩৬০ বার পড়া হয়েছে
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি।’

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ কথা বলেন।

 প্রেসসচিব বলেন, ‘ডিসি আশরাফুল আলম জানিয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছে। এ জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে।
কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের পেট্রলের খরচ, যাতায়াত খরচসহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না।’ 

তিনি বলেন, ‘আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরো কোথাও পুনরাবৃত্তি হয়েছে কি না।’

তিনি আরো বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে।

এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে, হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।’তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্ত্রিপরিষদসচিবের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে।

যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে—সেটা বেশির ভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই : প্রেসসচিব

আপডেট সময় : ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি।’

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ কথা বলেন।

 প্রেসসচিব বলেন, ‘ডিসি আশরাফুল আলম জানিয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছে। এ জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে।
কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের পেট্রলের খরচ, যাতায়াত খরচসহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না।’ 

তিনি বলেন, ‘আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরো কোথাও পুনরাবৃত্তি হয়েছে কি না।’

তিনি আরো বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে।

এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে, হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।’তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্ত্রিপরিষদসচিবের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে।

যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে—সেটা বেশির ভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।’