মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫

- আপডেট সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৫৬২৬১ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার ছেলে।
শনিবার বিকেলে মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এই দুর্ঘটনা ঘটে। খেলার একপর্যায়ে ‘ইলিয়টগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং আহত হন আরও অন্তত পাঁচজন দর্শক।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।