মুরাদনগরে ১৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা

- আপডেট সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৫৬২৬১ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ২৬ জুলাই ২০২৫ইং বিকেলে উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত এক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের পীর, বিশিষ্ট ধর্মীয় আলেম ও শিক্ষা ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান (পীর সাহেব)। তিনি ছাত্রদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“এই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করেছে বলেই নয়, আদর্শ ও চরিত্রে উন্নত হলে তবেই তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে। মেধা অর্জনের সঙ্গে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ বজায় রাখা আবশ্যক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা মুরাদনগর উপজেলা শাখার সভাপতি (নাম দিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলার কেন্দ্রীয় প্রতিনিধি (নাম দিন), উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব নিজে।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানান, এমন সম্মাননা তাদের অনুপ্রেরণা জোগাবে ভবিষ্যতে আরও ভালো করার জন্য।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সোনাকান্দায় স্কলারশীপে বহির্বিশ্বে পড়তে যাওয়ার গুরুত্ব ও করণীয় শীর্ষক সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা আয়োজিত স্কলারশীপে বহির্বিশ্বে পড়তে যাওয়ার গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬শে জুলাই শনিবার সকাল ১০ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কমপ্লেক্স আলোচনা সভা ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ আমীর ও সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা আবুজর মোহাম্মদ শামসুদ্দোহা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিপি এডুকেশন ম্যানেজার রুহুল আমিন সা’দ।
আলোচনা আরো সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. মোঃ হাবীবুর রহমান, কাজী নোমান আহমেদ কলেজের সহকারী অধ্যাপক ডঃ মনিরুজ্জামান, সাংবাদিক ও গবেষক ড. কাজী হাফেজ মোঃ ছলিম উল্লাহ খান, দারুন্নাজাত মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ আবু হানিফ, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি সাইদুল ইসলাম আল আমিন মাহমুদী, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ কামরুল হাসান ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়া,
২০২৫ সালে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এস এস সি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৫৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে পীর সাহেব হুজুরের নসিহত ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।