সংবাদ শিরোনাম ::
মুরাদনগর উপজেলার গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নামে মামলা।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২৫৬২৫৯ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।
শুক্রবার গভীর রাতে আকবপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় । আটককৃতরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।