সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে রাতের আঁধারে বিদ্যালয়ের ২৬টি ফ্যান চুরি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয়ের ২৬টি ফ্যান চুরি হয়েছে। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ে এ চুরির ঘটনাটি ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কবির বলেন, চোরেরা শুক্রবার গভীর রাতে বারান্দার গেট ও ৫টি রুমের তালা কেটে ২৬টি ফ্যান চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়ে কোনো নৈশ প্রহরী নেই। ঘটনা উল্লেখ করে থানায় অভিযোগ করা হবে বলে জানান প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, আমি চুরির বিষয়টি জানতে পেরেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।