মুরাদনগরে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখা।
রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোঃ আবু হানিফ এর সার্বিক সহযোগিতায় ধামঘর উত্তর পাড়ায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চিকিৎসার জন্য দুইজনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাও. মোঃ আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম।
সাবেক শিবির নেতা ইয়াসিন আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামগঘর ইউনিয়নের জামাতে ইসলামীর আমীর মাও. খন্দকার আব্দুল আউয়াল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি মোঃ আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামঘর ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মোঃ স্বপন সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে, সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ।