মুরাদনগরে ঈদের ছুটিতেও থেমে নেই পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

- আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম থেমে নেই কুমিল্লার মুরাদনগর উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারি পরিচালক (প.প.) মো. মাহবুব হাসান ভ’ঁইয়া ও সহকারি পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রেখেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে।
অত্র উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে বেশ কিছু নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয়। তার মধ্যে দারোরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে ৩টি, কামাল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে ২টি, পাহাড়পুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে ১টি। তাছাড়া আকবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ সকল কেন্দ্রে প্রসব পরবর্তী ও পূর্ববর্তী সেবা এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা সানজিদা হায়দার নূপুর বলেন, মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পান সে লক্ষেই আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমি ও মেডিক্যাল অফিসার (এমওএমসিএইচ-এফপি) মো. শাহেদুল ইসলাম ও সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম সহ সকলেই কাজ করে যাচ্ছি। কারণ সবার ঊর্ধ্বে মানব সেবা। কর্মীরা সব সময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ঈদের ছুটির সময়ে গত ২৮ মার্চ থেকে এপর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৬টি নরমাল ডেলিভারি হয়েছে। ঈদের ছুটিতে সেবা পেয়ে তারা সন্তুষ্ট। ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো যারা পরিবাবের সঙ্গে উদযাপন না করে অজানা অচেনা মানুষদের সঙ্গে সর্বক্ষণ ভাগাভাগি করে নিতে অভ্যস্থ তারা আমাদের পরিবার পরিকল্পনার কর্মী। এমন এক পরিবাবের সদস্য হতে পেরে আমি সত্যি-ই খুব গর্বিত এবং আনন্দিত।