পবিত্র মাহে রমজান উপলক্ষে যানবাহন চালকদের মাঝে ছাত্র দলের ইফতার বিতরণ

- আপডেট সময় : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
*পবিত্র মাহে রমজান উপলক্ষে যানবাহন চালকদের মাঝে ছাত্র দলের ইফতার বিতরণ*
*মুরাদনগর, কুমিল্লা, ২০২৫:*
পবিত্র মাহে রমজান উপলক্ষে, *আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব* এর পক্ষ থেকে, *কাজী শাহ আরফিন* সাহেবের নির্দেশনায় এবং *কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান* ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় আজ *২নং আকুপুর ইউনিয়ন* এর *গাজীরহাট বাজার* ও *পীর কাশিমপুর* এলাকায় যানবাহন চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ। তারা ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে যানবাহন চালকদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন, যাতে তারা রোজা রেখে সহজেই ইফতার করতে পারেন।
এ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং রমজান মাসজুড়ে আরও কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
এটি একটি মানবিক উদ্যোগ, যেখানে সমাজের বিভিন্ন পেশার মানুষের জন্য সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।