সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ভূমিকম্প ও অগ্নিবকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা

আলমগীর হোসেন
- আপডেট সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচার প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস । সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া করে মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
মহড়ায় ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই বিষয়ে সচেতনতামূলক ডিসপ্লে প্রদর্শন করে ফায়ার সার্ভিস কর্মীরা। একইসাথে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলার জন্য ফায়ার সার্ভিসের যেসকল প্রযুক্তি রয়েছে সেগুলোও উপস্থাপন করা হয়।
উপজেলা নির্বাহীন কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নূরে আলম, মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার জসীম উদ্দিন প্রমূখ।