বাঙ্গরা বাজার থানায় ধর্ষণের বিরুদ্ধে যুব সমাজের বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ১২:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানায় ধর্ষণের বিরুদ্ধে যুব সমাজের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১২ মার্চ দুপুর ২ টা বাঙ্গরা বাজার থানার জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও তাদের সাথে একত্রে কাজ করার একাগ্রতা জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে বাঙ্গরা বাজার থানার সচেতন নাগরিক ও যুবসমাজের উপস্থিতিতে। এ সময় তারা ‘আমি কে, তুমি কে, আছিয়া আছিয়া স্লোগানে বাঙ্গরা বাজার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন রাস্তা দিয়ে বাঙ্গরা ইউনিয়নের এবং স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দিয়ে প্রতিবাদী মিছিল করেছেন।
বাঙ্গরা বাজার থানার যুবসমাজের অন্যতম প্রতিবাদী মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহিদ হাসান, মো আশিকুল ইসলাম সিদ্দিক, কাইয়ুম মুন্সিসহ আরও অনেকে।
বক্তারাগণেরা বলেন, ধর্ষণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ধর্ষকের অবিলম্বে ফাসির কাষ্ঠে ঝুলানোর আহবান জানাই।আইনশৃঙ্খলার অবনতির জন্য এসব ঘটনা ঘটছে। তার ফলশ্রুতিতে আপনারা জেনেছেন আছিয়ার মত আট বছরের শিশু ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই ধর্ষনের মাত্রা বেড়ে যাচ্ছে। মেয়েরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। তাই যদি প্রয়োজন পরে আমাদের সঙ্গে রাখুন, ধর্ষণকারী যতই শক্তিশালী হোক আমরা আপনাদের পাশে আছি।
এদিকে ধর্ষণকারীর ৯০ দিনের ভেতর বিচারের আওতায় আনতে হবে সিদ্ধান্তের প্রতিবাদে তারা বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথেই সুষ্ঠু এবং দ্রুত বিচারের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এতে ব্যর্থ হলে আমাদের সাথে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।