মুরাদনগরে প্রতিদিন ইফতার বিতরণ করছে ছাত্রদল

- আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের বাসস্ট্যান্ডে পরিবহনশ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বাদ আছর চাপিতলা ইউনিয়নের ছাত্রদলের সক্রিয় সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ৪র্থ ধাপে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক পাঁচ বারের সফল এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর পক্ষ হতে, কাজী শাহ আরফিন এর নির্দেশনায় ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হানের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মো সোহাগ, নাসির উদ্দিন সুমন, মনির হোসেন, বাবু, রায়হান উদ্দিন প্রমূখ।
৮নং চাপিতলা ইউনিয়ন থেকে প্রতিনিধিত্ব করেন, মো সামসুদ্দিন, দিপু, এনামুল হক, জসিম উদ্দিন সম্রাট, আক্তারুজ্জামান অন্তু, মাসুম, খোকন, হোসেন, মেহেদি হাসান সবুজসহ আরও অনেকে।
এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দাদাভাই ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলে একত্রে ইফতার করেন।