মুরাদনগরে দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

- আপডেট সময় : ১২:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
দেশের সব শিশুর অপুষ্টি দূরীকরণ ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভিটামিন ‘এ’ প্লাস
ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক সহ অন্যান্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।