Bangladesh ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে সৈকতে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজ দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698
ট্যাগস :

টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও ২

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে সৈকতে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজ দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করছেন।