ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বাঙ্গরায় তা’লীমে হিযবুল্লাহ বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ২৫৬৩১৩ বার পড়া হয়েছে
মুরাদনগর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বিরুদ্ধে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আত্মশুদ্ধি মূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ। মঙ্গলবার বিকালে উপজেলার বাঙ্গরা বাজার শাহী কেন্দ্রীয় ঈদগা থেকে কোম্পানীগঞ্জ – নবীনগর সড়কে খামার গ্রাম ও.এস ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ আমির ও সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছো না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছ না। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয়, সেই আঘাত আমাদের কলিজায় লাগে। আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে। তরুণ প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে।
মাওলানা মোঃ কামরুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শফিউল্লাহ, সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ হারুনুর রশিদ, কুমিল্লা জেলা আমির মাওলানা কামরুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন; মোঃ শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, মাহবুবুর রহমানসহ বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।