মুরাদনগরে চাপিতলা ইউনিয়ন বিএনপি – অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরের ৮নং চাপিতলা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল করেছে চাপিতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার বাদ আছর চাপিতলা ইউনিয়ন বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে এই আয়োজন করা হয়। চাপিতলা ইউনিয়নের বিএনপির সেক্রেটারি কাইয়ুম বাশারের সভাপতিত্বে ও ৮নং চাপিতলা ইউনিয়নের যুবদলের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া জুয়েল এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে অনুষ্ঠান উদ্ভোদন করেন, মুরাদনগর মাটি ও মানুষের নেতা, সাবেক পাঁচ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ, ধর্মপ্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এরপর পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব, উলুমুড়িয়া দরবার শরীফ।
চাপিতলা ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম জিলানীর সার্বিক তত্ত্বাবধানে, এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, বিগত আমলের নির্যাতিত বিএনপির নেতা ৮নং চাপিতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মেম্বার, কুমিল্লা উত্তর জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন এলিম, মুরাদনগর উপজেলার যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, চাপিতলা ইউনিয়নের বিএনপি নেতা আবুল খায়ের বাবুল ডাক্তার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রেজাউল করিম ভূঁইয়া, মুরাদনগর উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল, সেক্রেটারি নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সদস্য জয়নাল মোল্লা, চাপিতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য মো তপন চৌধুরী (মালি), কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক ছাত্রদলের সদস্য মো সফিকুল ইসলাম খাইরুল, যুবদলের সদস্য মো বাদল আহমেদ (দিপু), যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি,এস,এম মেডিকেল ইউনিভার্সিটির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানটি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং কায়কোবাদ দাদা ও বিএনপির উত্তরোত্তর কল্যানে দোয়া ও মোনাজাত শেষে তবারক (বিরিয়ানি) বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন করেন।