Bangladesh ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে  মামলাটি দায়ে করেন।

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে  ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবী করেন। এর আগে উল্লেখিত অন্য আসামীরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে গত ২৪ শে মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানো জন্য সেখানে যায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়।  ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী  এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে মুরাদ নগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধ কর্মসূচি ও পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ALAMGIR HOSSAIN

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। সম্পাদক, দেশ আমার ২৪ যোগাযোগ: +880 1747 808 428
ট্যাগস :

মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবীর অভিযোগে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে  মামলাটি দায়ে করেন।

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে  ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবী করেন। এর আগে উল্লেখিত অন্য আসামীরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে গত ২৪ শে মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানো জন্য সেখানে যায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়।  ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী  এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে মুরাদ নগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধ কর্মসূচি ও পালন করা হয়।