মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

- আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫৬২৯২ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
বাংলাদেশ আওয়ামী লীগ মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের সাবেক ভিপি গোলাম সারোয়ার চিনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকেল ৪টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি উপজেলার আন্দিকোট ইউনিয়নের আন্দিকোট গ্রামের সামাদ ডিলারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গোলাম সারোয়ার চিনুর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার জানাজা রোববার সকাল ১০ঘটিকায় আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।