সংবাদ শিরোনাম ::
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ায় কচুরিপানার ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬৩০৩ বার পড়া হয়েছে
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় একটি পুকুরে কচুরিপানার ভেতর থেকে ফারজানা আক্তার জুঁই (২২)-এর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় এলাকাজুড়ে নেমে আসে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের ছায়া।
স্থানীয়রা জানান, ফারজানা আক্তার জুঁই গত দুই দিন যাবত নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন ছিলেন। অবশেষে গতকাল দুপুরে পুকুরে কচুরিপানার ভেতর থেকে লাশ ভেসে ওঠায় বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।