কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

- আপডেট সময় : ১১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬২৭২ বার পড়া হয়েছে
কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন
ঢাকা প্রতিনিধি
কুমিল্লা নামেই নতুন বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় নাগরিক পরিষদ কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে অস্বীকার করে অন্য কোনো নামে বিভাগ করা জনগণ মেনে নেবে না। তারা দাবি জানান, অবিলম্বে কুমিল্লা নামেই নতুন বিভাগ ঘোষণার জন্য সরকারের প্রতি সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
বক্তারা আরও বলেন, কুমিল্লা শুধু একটি জেলার নাম নয়, বরং এ অঞ্চলের মানুষের অনুভূতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তাই প্রশাসনিক স্বার্থে বিভাজন হলেও নাম পরিবর্তনের চেষ্টা কুমিল্লাবাসীর কাছে অগ্রহণযোগ্য।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কুমিল্লার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।