মুরাদনগরে পূজা উপলক্ষে কাজী শাহ আরফিনের শুভেচ্ছা ।

- আপডেট সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬২৭২ বার পড়া হয়েছে
মুরাদনগর প্রতিনিধি: (কুমিল্লা)
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার রাতে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা, নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা সকলের দায়িত্ব।
কাজী শাহ আরফিন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালীন তাদের খোঁজখবর নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে তাদের পূজা-অর্চনা বা সমাবেশে কোনোভাবেই বিঘ্ন সৃষ্টি না হয়। কোনোভাবেই দলবদ্ধভাবে উপস্থিত হয়ে তাদের অস্বস্তির কারণ হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।