মুরাদনগরে শহিদদের মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

- আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬২৬০ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২টায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলার বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড়ে অবস্থিত বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদল।
বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাটের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী, বেগম সুফিয়া শওকত কলেজের এডহক কমিটির সভাপতি আহমেদ রিফাত, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ তুহিন, সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ হানিফ, ইউনিয়ন যুবদলের সভাপতি মীর হাসান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য জান্টু খান, উপজেলা ছাত্রদলের সদস্য রহমতুল্লাহ ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ।